শিক্ষা বিস্তারে অবদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘দেয়ারওয়ার্ল্ড’ এর বার্ষিক হাই-লেভেল গ্লোবাল এডুকেশন ডিনারে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে এই ডিনারের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, শিক্ষা অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে বিশ্বের নীতি নির্ধারক ও পরিবর্তন সাধকদের এ অনুষ্ঠানে একত্রিত করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ‘আনলক বিগ চেঞ্জ’ পুরস্কার প্রদান। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ইউনূসকে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষার প্রসারে অটল প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। ‘দেয়ারওয়ার্ল্ড’ একটি বৈশ্বিক শিশু-কেন্দ্রিক দাতব্য...