আজ ২৪ সেপ্টেম্বর, রোজ বুধবার। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়। ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফলে- মেষঅন্যের সহযোগিতা পাবেন। অর্থ পেতে বিলম্ব হবে। কাজকর্মে পরিশ্রম বাড়বে। কোনো কাজ মাঝপথে আটকে যেতে পারে। কারো ওপর আস্থা স্থাপনের আগে আরেকবার ভেবে দেখতে হবে। বৃষকোনো পরিকল্পনার অগ্রগতি হবে। কারো উপদেশ কাজে লাগবে। সহকর্মীদের কাছ থেকে প্রশংসিত হবেন। সুন্দর বক্তব্যে সবার মন জয় করতে পারবেন। নিজ পন্থায় অগ্রসর হবেন। উদ্যমহীন হবেন না। মিথুনশুভ কর্ম দিয়ে দিনটি শুরু হবে। অর্থাগমের সুযোগ আসতে পারে। প্রেম-প্রণয়ে বাধা। শিক্ষার্থীদের সাফল্য আসবে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। পরিকল্পনা বাস্তবায়নের পথ হবে। বুদ্ধির দ্বারা কাজ করবেন। কর্কটসামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। প্রেমে আনন্দ লাভ। অনাদায়ী অর্থ পেতে পারেন। ব্যবসাক্ষেত্রে...