আসরের রেকর্ড চ্যাম্পিয়ন লিভারপুলের এবার শিরোপা ধরে রাখার মিশন। গত মৌসুমে দশমবার এই শিরোপা ঘরে তোলা আর্নে স্লটের দল মঙ্গলবার ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে খেলে তৃতীয় রাউন্ডের ম্যাচ। প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশনে টানা পঞ্চম জয়ে উড়তে থাকা লিভারপুল ৪৩ মিনিটে এগিয়ে যায়। ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির ক্লাবটির জালে বল পাঠান সুইডিশ স্ট্রাইকার আক্সান্দার ইসাক। ৭৬ মিনিটে সাউদাম্পটনের ইংলিশ মিডফিল্ডার শিয়া চার্লস গোল শোধ দিলে ৮৫ মিনিটে লিভারপুলের হুগো একিতিকে ম্যাচের পার্থক্য গড়ে দেন। পরের মিনিটেই ফরাসি স্ট্রাইকার ফাউল করে লাল কার্ড দেখেন। অন্য ম্যাচে পাঁচবারের লিগ কাপজয়ী চেলসি চতুর্থ সারির ক্লাব লিঙ্কন সিটির মাঠে ৪২ মিনিটে...