হাসপাতালে চিকিৎসাধীন ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিকের স্বাস্থ্য পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ঢাকার পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেছেন, আহমদ রফিক এখন আছেন ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’। আহমদ রফিককে যখন গত ১১ সেপ্টেম্বর হেলথ এন্ড হোপ হাসপাতালে আনা হয়, তখন তাকে এইচডিইউ বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বেডে স্থানান্তর করা হয়। এর আগে এক মাসে দুই দফা ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন আহমদ রফিক। ১২ সেপ্টেম্বর পান্থপথের হেলথ এন্ড হোপ হাসপাতালের বিছানায় শুয়েই তার ৯৭তম জন্মবার্ষিকী কাটে। ডা. লেলিন চৌধুরী বলেন, "হাসপাতালের বিছানায় ভাষাসংগ্রামী, গবেষক, লেখক ও চিকিৎসক আহমদ রফিক। দুচোখের আলো নিভে গিয়েছে। এখন ডাকলে সাড়া দেন, কথা বলেন। কিন্তু তার কথা বোঝা যায় না।" "তিনি জীবন এবং...