দুর্ঘটনা কবলিত দুইটি গাড়ি বুধবার সকালে রেকার দিয়ে সরিয়ে নেয় পুলিশ রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দাঁড়িয়ে থাকা মালবোঝাই পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে দ্রুত গতির একটি ট্রাক। এ ঘটনায় পিকআপ ভ্যানটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন।আরো পড়ুন:কোটি টাকার ট্রমা সেন্টারে নেই সেবাচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু নিহতরা হলেন- কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০) পুলিশ জানায়, গতকাল রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে পিকআপ ভ্যানের চাকা পরিবর্তন করছিলেন চালক...