২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম নিউ ইয়র্কে বিএনপি ও এনসিপির শীর্ষ নেতাদের ওপর হামলা করার আগাম ঘোষণা দিয়েছিল দেশ থেকে বিতাড়িত হওয়া ফ্যাসিস্ট আওয়ামী মব। গেল কয়েকদিন ধরেই এ নিয়ে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। এরআগেও বিদেশের মাটিতে কয়েকজন উপদেষ্টাকে হেনস্তা করা হয়েছে। তা সত্বেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিতে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে, শীর্ষ নেতাদের নিরাপত্তায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ও এনসিপি দলীয়ভাবে কোনো আগাম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। এনিয়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটিতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের...