২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ এএম কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন এই বছর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একই সঙ্গে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পতন দেখা দিয়েছে। এই পরিস্থিতি শিক্ষা ও শ্রম বাজারের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। আইআরসিসি (ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কানাডা মোট ৩৬ হাজার ৪১৭টি স্টাডি পারমিট ইস্যু করেছে। এর মধ্যে জানুয়ারি মাসে ১১ হাজার ২৩৫ জন নতুন শিক্ষার্থীকে স্টাডি পারমিট দেওয়া হয়েছিল। তুলনায়, ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ৩৪। অর্থাৎ, প্রথম ছয় মাসে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী কম এসেছে। বিশেষ করে মার্চ মাস ছিল সবচেয়ে কম সংখ্যার মাস, মাত্র ৩ হাজার ৮১৯টি পারমিট দেওয়া হয়েছে। আইআরসিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে,...