শরদীয় দুর্গোৎসবকে ঘিরে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, ‘যারা পূজা মণ্ডপে হামলা চালায় তারা কাপুরুষ ছাড়া আর কিছু নয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’গত মঙ্গলবার রংপুর শহরের জাহাজ কম্পানি মোড়ের করুণাময়ী কালীবাড়ি মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব মহাপরিচালক এসব কথা বলেন। তিনি জানান, সারা দেশে ৩৫ হাজার পূজা মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত হাজার পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপসহ দেশের সব ঝুঁকিপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। র্যাব প্রধান বলেন, ‘২৪ সেপ্টেম্বর থেকে দেশের প্রতিটি পূজা মণ্ডপ ও মন্দিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পূজা মণ্ডপে সিসিটিভি...