চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণের বোঝা সইতে না পেরে ফেসবুকে ভিডিওবার্তা দিয়ে ট্রেনে ঝাঁপ দিলেন মিঠু দাস (২৭) নামের এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়ি।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভা মৌলভীপাড়ায় ডাউন লেনে মালবাহী ট্রেনে এই ঘটনা ঘটে।নিহত মিঠু দাস রাজশাহী জেলার চারঘাটা উপজেলার বনকিশোর গ্রামের প্রেমানন্দের ছেলে।জানা গেছে, মিঠু দাস ট্রেনে কাটা পড়ার পরে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশ ফাঁড়িকে খবর দেয়। রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ৩ দিন পর মায়ের মরদেহ উদ্ধারট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার আগে ভিডিওবার্তায় মিঠু দাস বলেন, ‘গত ডিসেম্বর মাস থেকে বিপদ যেন পিছু ছাড়ছে না। মা লক্ষ্মীও যেন...