আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোর জমিয়ে তুলেছে পাকিস্তান। তাতে টিকে আছে চার দলের ফাইনাল খেলার সম্ভাবনা-ই! ২৮ সেপ্টেম্বরের শিরোপা লড়াইয়ের আগে তৈরি হয়েছে জটিল সমীকরণ। এই জয়ে দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট দাঁড়িয়েছে দুইয়ে, নেট রান রেট বেড়ে হয়েছে +০.২২৬। টানা দ্বিতীয় হারের পর তলানিতে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের নেট রান রেট -০.৫৯০, কার্যত সুতোয় ঝুলছে দলটির আশা। শীর্ষে ভারত; এক ম্যাচে একটি জয়ে তাদের নেট রান রেট +০.৬৮৯। ফাইনালে উঠতে আজ বাংলাদেশের বিপক্ষে কিংবা শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু একটি জয়ই যথেষ্ট রোহিত শর্মাদের জন্য। বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাকে হারিয়ে দুই পয়েন্ট নিয়ে তারা ইতোমধ্যেই প্রতিযোগিতায় টিকে আছে। তবে ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে হলে ভারত বা পাকিস্তান—যেকোনও একটি...