এশিয়া কাপের সুপার ফোরে আজ সন্ধ্যায় মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও হবে ভারত। সন্ধ্যা সাড়ে ৮টায় শুরু হবে খেলা। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ভারতীয় শিবিরে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে। তবে সংবাদ সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ রায়ান টেন ডেসকাট স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশকে তারা মোটেও হালকাভাবে নিচ্ছে না। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে যদিও ভারত অনেক এগিয়ে, তবে মাঠে সব সমীকরণই বদলে যেতে পারে। এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটি। এশিয়া কাপ টি–টোয়েন্টিতেও ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের খাতা শূন্য। এই পরিসংখ্যান বদলাতে হলে মোস্তাফিজুর রহমানকে তার সেরা ছন্দে ফিরতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে তার ৩ উইকেটের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে সব মহলে। দুবাইয়ে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে রায়ান টেন ডেসকাট বলেন, ‘‘আমাদের নীতি হচ্ছে সবাইকে সম্মান করো, কাউকে ভয় পেয়ো...