প্যারিসের মেয়র অ্যান হিদালগো নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবারের এ বৈঠকে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, খেলাধুলা ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আলোচনা করেন। প্রফেসর ইউনূস প্যারিস ২০২৪ অলিম্পিককে ইতিহাসের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার ইভেন্টে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কার্বন নিরপেক্ষ করার ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী সাধারণ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।“আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি ভিত্তিপ্রস্তরমূলক নির্বাচন, যা দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে,” বলেন প্রধান উপদেষ্টা। মেয়র হিদালগো এই গুরুত্বপূর্ণ সময়ে প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ...