স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তাই ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার রাতে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে জাহিদ হাসানের পৈত্রিক বাড়ির দেওয়াল ও ফটকে পাল্টা ডিম ছোড়া হয়েছে। বিষয়টি জানতে অ্যাডভোকেট রুহুল আমিনের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, “জাহিদ হাসানের দেশের বাড়িতে কারা ডিম ছুড়েছে, আমরা সঠিক জানি না। আমরা প্রতিবাদ জানাবো মিছিল আর স্লোগানের ভাষায় রাজপথে। কিন্তু কারও বাড়িতে হামলা করার উদ্দেশ্য জেলা এনসিপির নেই।” এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “যুক্তরাষ্ট্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেনসহ ড. মুহাম্মদ ইউনুসের...