ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মাগুরায় অনুষ্ঠিত হলো জেলা টাস্কফোর্স কমিটির সভা। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন ও জনসমাগমস্থলগুলোতে নজরদারি বাড়াতে হবে। তিনি আরও জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে। সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সিদ্ধান্ত হয়, জেলার সকল গুরুত্বপূর্ণ...