বিনোদন ডেস্ক: ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় পুরস্কার প্রদান করা হয়। জমকালো আয়োজনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার বুঝে নেন শাহরুখ খান। আর তার এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অভিনেতার সাথে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। শাহরুখ খানের মতো বিক্রান্তেরও এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বলিউড বাদশাহ পুরস্কার পেলেও অবশ্য গত আগস্টের প্রথম দিনই ঘোষণা এসেছিল, কারা জাতীয় পুরস্কার পেতে যাচ্ছেন। সেদিন জাতীয় পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছিল। আর এদিন বিজ্ঞানভবনে বিজয়ীদের হাতে সম্মানস্মারক...