ঢাকা: গাজা যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে মত প্রকাশের জেরে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) একজন উপস্থাপককে অন্যায্যভাবে বরখাস্ত করেছিল। এ ঘটনায় দেশটির আদালত এবিসিকে ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছেন।২০২৩ সালের ডিসেম্বর মাসে ফিল-ইন রেডিও উপস্থাপক অ্যান্টোয়েনেট লাতুফকে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে সম্প্রচার থেকে সরিয়ে দেয় এবিসি। বরখাস্তের এই ঘটনা জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং প্রতিষ্ঠানের ভেতরে অস্থিরতা দেখা দেয়। পাশাপাশি, এবিসির সম্পাদকীয় স্বাধীনতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ওঠে।এর আগে লাতুফকে ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়া হলেও বিচারপতি ড্যারিল রাঙ্গিয়া বুধবার বলেন, এবিসি যেন এ ধরনের অন্যায় থেকে শিক্ষা নেয় তা নিশ্চিত করতেই অতিরিক্ত জরিমানার সিদ্ধান্ত দেয়া হয়েছে।রাঙ্গিয়া বলেন, একটি লবি গ্রুপকে খুশি করার জন্য এবিসি তার কর্মীর অধিকার নিষ্ঠুরভাবে বিসর্জন দিয়ে অস্ট্রেলিয়ান...