২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আগেই ফলাফল ঘোষণা করেছে এবং আলোচনার নামে বাস্তবে এটি চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে টেলিভিশনে দেওয়া ভাষণে খামেনি এই অবস্থান ব্যক্ত করেন। এর আগে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাসের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকের মূল বিষয় ছিল আসন্ন জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং ইরানের পারমাণবিক কার্যক্রম। ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যেই সতর্ক করে জানিয়েছে, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি সীমিত না করে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার না দেয়, তবে তারা নিষেধাজ্ঞা স্থগিত রাখবে না। জাতিসংঘের পারমাণবিক সংস্থা...