বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজুর রহমান। সেজন্য দরকার আর মাত্র একটি উইকেট। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৭ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ১২৯ ম্যাচে তারই সমান উইকেট সাকিব আল হাসানের। আর একটি উইকেট পেলে সাকিবকে তো ছাড়াবেনই, টি-টোয়েন্টি ইতিহাসে সেরা তিন বোলারের মধ্যে চলে আসবে ফিজ। ১৭৩ উইকেট নিয়ে এই তালিকায় এক নম্বরে আফগানিস্তানের রশিদ খান। নিউজিল্যান্ডের টিম সাউদি ১৬৪ উইকেট নিয়ে দুইয়ে আর ইশ সোধি ১৫০ উইকেট নিয়ে আছে তৃতীয় স্থানে। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। তার আগের দিন সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। ডেসকাটে বলেন, ‘মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন। সে অনেকদিন ধরে খেলছে, খুব দক্ষ একজন বোলার। আমরা অবশ্যই জানি সে কী ধরনের দক্ষতা...