ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন, চাইলে ইউক্রেন রাশিয়ার কাছ থেকে তার ‘মূল ভূখণ্ড’ ফিরে পেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইউরোপ ও ন্যাটোর সহায়তায় ইউক্রেন যুদ্ধ শুরুর সময়কার মূল সীমান্ত পুনরুদ্ধার করতে পারে। তার ভাষায়, রাশিয়ার অর্থনীতি ভীষণ চাপে রয়েছে, এখনই ইউক্রেনের সময়। তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক বাস্তবতা গভীরভাবে পর্যালোচনা করেই তার এই নতুন অবস্থান। রাশিয়াকে ‘পেপার টাইগার’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, পুতিন ও রাশিয়া ভয়াবহ অর্থনৈতিক সমস্যায় পড়েছে। এর আগে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছিলেন যে...