দীর্ঘদিনের প্রচেষ্টায় মানুষ অনেক অসাধ্য সাধন করেন। নিউইয়র্কের বাসিন্দা ধারালো ছুরি গিলে ফেলার দক্ষতা অর্জন করেছেন। ওই নারীর নাম জিন মিনস্কি। তিনি একজন পেশাদার তলোয়ার গেলা শিল্পী। সম্প্রতি মিনস্কির একটি ভিডির নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা গেছে, মিনস্কি নিমেষেই একটি তলোয়ার গিলে ফেলছেন। তলোয়ার গেলার সময় তার গলার ভেতরের অংশ দেখা যাচ্ছে।দুই বা চার ইঞ্চি লম্বা ছুরি নয় মিনস্কি গিলে ফেলেন ১৮ ইঞ্চি লম্বা তলোয়ার। তলোয়ারটি মুখে প্রবেশ করানোর সময় এন্ডোস্কোপিক দৃশ্যের ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, তলোয়ারটি তার গলার নালি পার হয়ে খাদ্যনালিতে প্রবেশ করছে।আরো পড়ুন:অধ্যাপক ইউনূসকে ‘আনলক বিগ চেঞ্জ’ সম্মাননা দিল দেয়ারওয়ার্ল্ডএলডিসি উত্তরণে ডব্লিউটিওর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ‘আনলক বিগ চেঞ্জ’ সম্মাননা দিল দেয়ারওয়ার্ল্ড এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ইনস্টাগ্রামে...