‘আমার সন্তানদের তুমি দেখে রেখ আর আমাকে মাফ করে দিও’-শেষ বিদায়ের এই কথাই এখন ফায়ার ফাইটার শামীম আহমেদের স্ত্রী মনিরা আক্তারের বুক ভেঙে দিচ্ছে বারবার। টঙ্গীর ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণে জীবন বাজি রেখে কর্তব্য পালন করতে গিয়ে দগ্ধ হয়ে প্রাণ হারালেন শামীম। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে সাংবাদিকদের কাছে অশ্রুসিক্ত নয়নে স্বামীর শেষ মুহূর্তের কথা জানান মনিরা আক্তার। তিনি আরও বলেন, এখন আমি আমার তিন সন্তান নিয়ে কীভাবে বাঁচব, ভেবে পাচ্ছি না। মনিরা আক্তার বলেন, আমরা টঙ্গী ফায়ার স্টেশনের কোয়ার্টারে থাকি। সোমবার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমার স্বামীসহ তার সহকর্মীরা আগুন নেভাতে যায়। হঠাৎ বিস্ফোরণে পুরো শরীর দগ্ধ হয় শামীমের। তাকে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে শেষবারের মতো তার সঙ্গে কথা বলেছিলাম। তখন সে বলেছিল,...