ঢাকা: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে জাতিসংঘের নীতিমালা কার্যত ‘অবরুদ্ধ’। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এই মন্তব্য করেন বলে জানানো হয়। খবর আনাদোলু।গুতেরেস বলেন, "শান্তি ও অগ্রগতির যেসব স্তম্ভের ওপর আমাদের আন্তর্জাতিক ব্যবস্থা দাঁড়িয়ে আছে, সেগুলো আজ দায়মুক্তি, বৈষম্য এবং উদাসীনতার ভারে চূর্ণ হতে বসেছে।" তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন আদর্শ ও মূল্যবোধগুলো আজ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কঠিন পরীক্ষার মুখোমুখি।গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট তুলে ধরে গুতেরেস বলেন, "এই দুঃস্বপ্ন তৃতীয় বর্ষে প্রবেশ করছে—একটি বিপর্যয়, যা এমন সব সিদ্ধান্তের ফল, যেখানে মানবিকতার মৌলিক নীতিগুলোকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে।" জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে এত বড় মাত্রার ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি তিনি আর কোনো সংঘাতে দেখেননি বলেও...