চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যায় খুঁড়িয়ে চলছে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। কেবল চিকিৎসকই নয়, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, বিনামূল্যের ওষুধ, রোগীদের খাবার সবকিছুতেই যেন হাহাকার। ফলে হাসপাতালটিতে বিনামূল্যে সেবা নিতে আসা নিম্ন আয়ের রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ইনডোর, আউটডোর ও ইমারজেন্সিতে দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও সংকট মোকাবিলায় শুধুমাত্র প্রতিশ্রুতিতেই দায় সারছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে চাহিদার চেয়েও কয়েকগুণ কম জনবল নিয়ে ২৫০ শয্যায় উন্নীত করা হয় একশ শয্যার হাসপাতালটি। সেসময় একশ শয্যা হাসপাতাল পরিচালনা করার মতো জনবলও ছিল না হাসপাতালটিতে। বর্তমানে হাসপাতালটিতে মোট ৫৮ জন চিকিৎসক প্রয়োজন হলেও কর্মরত আছেন ৩০ জন। ১০ জন সিনিয়র কনসালটেন্ট থাকার কথা থাকলেও সবক’টি পদ শূন্য রয়েছে। এতে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।...