রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯:৪৭ দুর্গাপূজা উপলক্ষ্যে ৫৪ টি মণ্ডপে ত্রাণের ডিও বিতরণ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ৫৪ পূজা মণ্ডপে ত্রাণের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনাবাহিনী কর্মকর্তা মেজর নাঈম, ওসি আরশেদুল হক, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, জামায়াত সেকেটারী রজব আলী, পি আই ও অফিস সহায়ক শাহনেওয়াজ আলী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক অমেন্দ্রনাথ মালাকার, সদস্য সচিব হরিমোহন রায়। এছাড়াও উপজেলার ৫৪ টি মণ্ডপের সভাপতি সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।নিউজজি/নাসি ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়...