শ্রীলংকাকে হারানোর পর বাংলাদেশ তিনদিন বিশ্রাম পেয়েছে। এটাই আবার কাল হয়ে দাঁড়াচ্ছে লিটন দাসদের জন্য। টানা দুদিন দুটি বড় ম্যাচ। দুবাইয়ে ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় ২৪ ঘণ্টার মধ্যে দুটি ম্যাচ খেলার ধকল সহ্য করার চ্যালেঞ্জ তো আছেই। এশিয়া কাপের সুপার ফোরের সূচি নিয়ে ক্ষোভ রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টেরও। আপাতত আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কিছু ভাবছে না টাইগাররা। টুর্নামেন্টের সবচেয়ে বড় দল ভারতকে আজ হারানোর লক্ষ্য টাইগারদের। বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন, ভারতের বিপক্ষে ম্যাচের আগে যে হাইপ তৈরি হয় সেটা থাকা উচিত। তাদের হারানোর আত্মবিশ্বাস বাংলাদেশ দলের আছে। আজ দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুদল। শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে থাকলেও সেটা মানতে রাজি নন ফিল সিমন্স। ম্যাচের আগে তিনি বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে...