স্পোর্টস ডেস্ক: বোলার ও ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান ক্রিকেট দল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। সুপার ফোরে প্রথম জয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল সালমান-আফ্রিদিরা। টানা দ্বিতীয় হারে ফাইনালে খেলার পথ কঠিন হয়ে গেল শ্রীলংকার। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছিল লংকানরা। আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৫৩ রান করে শ্রীলংকা। পাথুম নিশাঙ্কা ৮, কুশল মেন্ডিস শূন্য ও কুশল পেরেরা ১৫ রান করেন। দুই ওপেনার নিশাঙ্কা ও কুশল মেন্ডিসকে শিকার করেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। পাওয়ার প্লে শেষ হবার পরও উইকেট পতন...