রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও তালতলা এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মো. বাবলু (৪০) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত বাবলু আগারগাঁও তালতলা এলাকার বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জনতা হাউজিং গেটের সামনে ফুটপাতে টং দোকানে চা বিক্রি করতেন। বাবলুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের বেয়াই আব্দুর রউফ বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে প্রতিপক্ষের কয়েকজন বাবলুর দোকান উচ্ছেদ করে সেটি দখল করতে আসে। এ সময় প্রতিপক্ষের রবিউল নামে এক ব্যক্তি লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে...