ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহণ কুরিয়ার সার্ভিসের একটি পার্সেল থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহণ অফিস থেকে এই মাদকের চালানটি উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, কয়েক দিন আগে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি এসএ পরিবহণের মাধ্যমে একটি কার্টুনে কয়েলের প্যাকেটের ভেতর ইয়াবা ট্যাবলেটগুলো কসটেপ দিয়ে মুড়িয়ে ঠাকুরগাঁওয়ে পাঠান। পার্সেলটির প্রাপকের ঠিকানায় একাধিকবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এতে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে নিশ্চিত হওয়ার পর তারা জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেন। জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরসালিন তুরাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...