গাজার উদ্দেশে রওনা হওয়া সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সংগঠকরা দাবি করেছেন, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গ্রিস উপকূলের কাছাকাছি সমুদ্রে অবস্থানকালে তাদের বহরের একাধিক নৌকায় ড্রোন হামলা করা হয়েছে। এতে বিস্ফোরণ এবং যোগাযোগে বিঘ্ন ঘটেছে। এক বিবৃতিতে তারা জানান, বহরের একাধিক নৌকায় একযোগে একাধিক ড্রোন আক্রমণ চালানো হয়, অজ্ঞাত বস্তু ফেলা হয়, যোগাযোগ ব্যবস্থা জ্যাম করা হয় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ব্রাজিলের সংগঠক তিয়াগো আভিলা বুধবার মধ্যরাতে ইনস্টাগ্রামে জানান, মোট ১০টি আক্রমণে আমাদের একাধিক নৌকায় সাউন্ড বোমা ও বিস্ফোরক ফ্লেয়ার নিক্ষেপ করা হয়েছে। এছাড়াও, আমাদের ওপর রাসায়নিক জাতীয় তরল স্প্রে করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মার্কিন কর্মী গ্রেগ স্টোকার...