ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজা রাখার অভিযোগে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগর (২৬) এবং চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এ ঘটনায় জাহিদ হোসেন সাগরকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর লালপোল বেদেপল্লী সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় অনুষ্ঠিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর উপজেলার মারই কমনহাতা গ্রামের আবদুল মান্নান (৩৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচখাইচাইল গ্রামের মো. সবুজ মিয়া (৩২) এবং বরিশালের আমতলী উপজেলার বহিলাতলী গ্রামের বশির হাওলাদার (৩০)। ফেনী সরকারি কলেজ...