মঙ্গলবার বিকেলে তাঁর অবসর উপলক্ষে শিক্ষার্থী ও সহকর্মীরা এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। জানা গেছে, ১৯৮৯ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি আরবি প্রভাষক হিসেবে ভরাপাড়া কামিল মাদ্রাসায় যোগ দেন। ২০০২ সালের ১ জুন উপাধ্যক্ষ এবং ২০১৩ সালের ১৩ অক্টোবর অধ্যক্ষ পদে নিয়োগ পান। দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে অসংখ্য আলোকিত মানুষ তৈরি করেছেন। শিক্ষার্থীরা বলেন, তিনি ছিলেন আলোর পথপ্রদর্শক ও একজন আদর্শ শিক্ষক। সততা, ত্যাগ আর নেতৃত্বে তিনি আমাদের চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবেন। মাদ্রাসার উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম জানান, “হুজুর শুধু সহকর্মী নন, তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ অভিভাবক। তাঁর নেতৃত্বে পাঠদান ও শিক্ষার মানোন্নয়নসহ মাদ্রাসার সার্বিক অগ্রগতি হয়েছে। তাঁর স্মৃতি আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।” বিদায় অনুষ্ঠানে আবেগঘন স্মৃতিচারণা করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ...