গাজীপুরের কাশিমপুরে নারী পথচারীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেন্ডেন্ট-এর সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ চারজনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক রুবেল আহমেদ জানান, সড়কের খানাখন্দ নিয়ে সংবাদ প্রস্তুতের সময় তিনি দেখতে পান, কিছু বখাটে কয়েকজন তরুণীকে উত্যক্ত করছে। তিনি এর প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে একপ্রকার মব তৈরি করে তাকেসহ তার সঙ্গীদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ৩০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তারা কেপিজে হাসপাতালের ফটকের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখান থেকেও টেনে-হিঁচড়ে বের করে মারধরের চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় রুবেল আহমেদের ডান হাতের হাড় ভেঙে...