তাইওয়ানে আঘাত হানার পর চীনের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় রাগাসা। এ কারণে উপকূল থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। এছাড়া অন্তত ১০ শহরে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন জানায়, গুয়াংডং প্রদেশে টাইফুন রাগাসা আছড়ে পড়বে বুধবার। অঞ্চলটির ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদে সরানো হয়। রাগাসার প্রভাবে গুয়াংডংয়ে বিপর্যয়কর পরিস্থিতি দেখা দেয়ার আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এছাড়া টাইফুন রাগাসা আছড়ে পড়ার আগেই আট মাত্রার সতর্কতা জারি করেছে হংকং। অঞ্চলটিতে বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়। টাইফুন রাগাসাকে ঝড়ের রাজা বলে চীনের...