সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, ‘শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.)-এর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আলেমে দ্বিন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল। তিনি সুদীর্ঘ ৩৫ বছর পবিত্র হজের দিক-নির্দেশনামূলক খুতবা দিয়ে মুসলিম উম্মাহর বিরাট খেদমত করেছেন। তার ইন্তেকালে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। শোকবাণীতে জামায়াত আমির বলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।...