স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে লিটন বাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ। হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ। সুপার ফোরেও শুরুটা দারুণ করে টাইগাররা। শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। এই শ্রীলংকার কাছেই গ্রুপ পর্বে ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল। সুপার ফোরে শ্রীলংকাকে ৭ উইকেটে ১৬৮ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন ওপেনার সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। দু’জনের দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে শেষ ওভারে জয়ের জন্য ৫ রান দরকার ছিল...