লা লিগায় একক আধিপত্য নিয়ে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। শাবি আলোনসোর অধীনে স্প্যানিশ জায়ান্টরা অপ্ররোধ্য হয়ে উঠেছে। নতুন মৌসুমে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে রিয়াল। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লেভান্তেকে হারিয়ে টানা ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে লেভান্তের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে ৪-১ গোলের জয় পেয়েছে শাবি আলোনসোর দল। এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ম্যাচের শুরু থেকেই আক্রমণে চড়াও হয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে রিয়াল। ২৮তম মিনিটে অসাধারণ এক গোল করেন ভিনিসিয়াস। প্রতিপক্ষের বক্সের ভেতর ফেদে ভালভার্দের পাস থেকে বল পেয়ে দুই ফুটবলারের মাঝে দিয়ে আচমকা এক শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান তারকা। এরপর ৩৮তম মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে গোল করেন ১৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা...