এশিয়া কাপের সবচেয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে আজ (বুধবার) কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত তারা। দাপটের সঙ্গে খেলে চলা ভারতকে হারাতে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশকে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের।এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল গেছে বড় স্বপ্ন নিয়ে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচও জানিয়েছেন, শিরোপাতেই নজর তাদের। তবে তার আগে ফাইনাল খেলার জন্য বাংলাদেশের আগে পেরোতে হবে ভারত ও পাকিস্তানের মতো দুই বড় বাধা। এ দুটি ম্যাচের একটি তো জিততে হবেই।এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান মোটেও ভালো নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুবার জিতেছে এবং ১৩ বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া...