দলকে এগিয়ে নেওয়া দুর্দান্ত এক গোল। ম্যাচজুড়ে প্রাণবন্ত উপস্থিতি। পুরো সময় মাঠে থাকা। সবমিলিয়ে লেভান্তের বিপক্ষে ম্যাচটি দারুণ কাটালেন ভিনিসিউস জুনিয়র। তার পরও প্রশ্ন উঠছে, শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের সেরা একাদশে কি জায়গা পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা? রেয়াল মাদ্রিদের কোচ কোচ শাবি আলোন্সো বললেন, এটির উত্তর মিলবে সময়ে। একসময় অবশ্য এমন প্রশ্নই ছিল অবান্তর। দলের সেরা তারকা ছিলেন তিনি। ফিট থাকলে একাদশে ভিনিসিউসের উপস্থিতি নিয়ে সংশয়ের কোনো ব্যাপার ছিল না। এখনও তিনি সেরাদেরই একজন। তবু প্রশ্নটি উঠছে, কারণ এই মৌসুমে তাকেসহ বেশ কজন ফুটবলারকেই ঘুরিয়ে-ফিরিয়ে সেরা একাদশে রাখছেন কোচ। সাম্প্রতিক সময়ে দলে তার অসন্তুষ্টির নানা গুঞ্জনও সংবাদমাধ্যমে এসেছে। আর্থিক ব্যাপার নিয়ে সমঝোতা না হওয়ায় তার নতুন চুক্তি আটকে আছে বলে খবর প্রকাশিত হয়েছে। লা লিগায় আগের ম্যাচটিতে তাকে তুলে নেওয়ার...