একই বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তিনি তার প্রশংসিত ছবি ‘টুয়েলভথ ফেল’-এর জন্য এই সম্মাননা অর্জন করেন। সিনেমাটি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।এ ছাড়াও, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন রানী মুখার্জি।‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। এটি একজন ভারতীয় মায়ের গল্প, যিনি নরওয়েতে তার সন্তানদের অধিকার ফিরে পাওয়ার জন্য একটি দেশের সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছিলেন।গত আগস্টে যখন পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছিল, তখন তিনি ভারতীয় সংবাদমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন।অভিনেত্রী বলেছিলেন, ‘আমি সত্যিই দারুণ খুশি এবং গর্বিত। আমার ৩০ বছরের সিনে ক্যারিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার হতে যাচ্ছে।’এদিকে একই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার...