উগো একিটিকে ও তার সতীর্থদের উদযাপন তখনও শেষ হয়নি। গ্যালারির গর্জনও চলছে। এর মধ্যেই ভিন্ন অনুভূতির স্রোত। রেফারি উঁচিয়ে ধরলেন হলুদ কার্ড, একিটিকের যেটি দ্বিতীয়! দলকে এগিয়ে দেওয়ার উল্লাস থামিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। তাতে বদলে গেল কোচের প্রতিক্রিয়াও। জয়সূচক গোল করার প্রশংসা পাবেন কী, লাল কার্ডের জন্য এই স্ট্রাইকারকে একহাত নিলেন লিভারপুলের কোচ আর্না স্লট। ইংলিশ লিগ কাপের এই ম্যাচে মঙ্গলবার সাউথ্যাম্পটনকে ২-১ গোলে হারায় লিভারপুল। ঘরের মাঠে ৪৩তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন আলেকাসান্দার ইসাক। ট্রান্সফার ফির রেকর্ড গড়ে এই মৌসুমে দলে আসা সুইডিশ ফরোয়ার্ডের প্রথম গোল এটি নতুন দলের হয়ে। ৭৬তম মিনিটে সমতায় ফেরে সাউথ্যাম্পটন। ইসাকের বদলি হিসেবে বিরতির পর মাঠে নামা একিটিকে পরে গোল করে আবার এগিয়ে দেন লিভারপুলকে। সেই গোলই গড়ে দেয় ব্যবধান। নির্ধারিত সময়ের মিনিট...