জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, রাশিয়ার জ্বালানি আমদানির মাধ্যমে চীন ও ভারতই নাকি ইউক্রেনের চলমান যুদ্ধের ‘প্রধান অর্থদাতা’। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, চীন ও ভারত রাশিয়ার তেল কিনে চলেছে। তারা যুদ্ধের মূল অর্থ জোগাচ্ছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর ‘দ্বিতীয়িক নিষেধাজ্ঞা’ আরোপের পক্ষে মত দিয়ে আসছেন। তিনি যুক্তি দেন, এতে রাশিয়ার ওপর আর্থিক চাপ বাড়বে। কিন্তু এই মার্কিন নীতিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে আগেই চীন ও ভারত স্পষ্ট করে জানিয়েছিল, ওয়াশিংটনের চাপের কাছে তারা নত হবে না। মঙ্গলবারের ভাষণে ট্রাম্প ন্যাটো সদস্য দেশগুলোকেও কটাক্ষ করেন। তিনি বলেন, যারা রাশিয়ার তেল ও গ্যাস...