এ পর্যন্ত সেখানে ১৪ জন নিহত, অন্তত ১৮ জন আহত এবং ১২৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসা ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে এনেছে তাইওয়ানে। প্রবল ঝড় ও বৃষ্টির তাণ্ডবে মঙ্গলবার পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত সেখানে ১৪ জন নিহত, অন্তত ১৮ জন আহত এবং ১২৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস। হুয়ালিয়েন প্রশাসনের কর্মকর্তা লি কুয়ান-তিং সংবাদমাধ্যমকে জানান, ঝড়ে জেলার বহু মানুষ আহত হয়েছেন এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। তিনি বলেন, “আমাদের দমকল বাহিনীর হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ১৪, আহত ১৮। নিখোঁজ রয়েছেন কয়েক ডজন।” পরবর্তীতে ফায়ার সার্ভিসের এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিখোঁজের সংখ্যা ১২৪ বলে জানানো হয়। ফায়ার সার্ভিস জানায়, প্রবল বর্ষণের কারণে...