লন্ডনের হাইড পার্কে সকাল-বিকেল বেশ জনসমাগম ঘটে। কেউ হাঁটে, কেউ দৌড়ায় কেউবা বেঞ্চে বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেন। নরম ঘাসের ওপর পায়ের শব্দ, দূরে কারও সাইকেলের হুইসেল, আর তার মাঝখানে দেখা মেলে একঝাঁক কুকুরের। কেউ লাফাচ্ছে, কেউ ঘাসে গড়াগড়ি খাচ্ছে, আবার কেউ মাটির গন্ধ শুঁকে একেবারে নিজের জগতে মগ্ন। আর তাদের নিয়ন্ত্রণে থাকে কয়েকজন মানুষ। কারো কারো কাছে পাঁচ ছয়টাও কুকুর থাকে। প্রথমে ভেবেছিলাম, আশপাশের অভিজাত এলাকা হওয়ায় একজনের চার-পাঁচটা কুকুর থাকতেই পারে। কিন্তু এখনকার বাসাগুলোর ভেতর দেখে মনে হয় না যে এক বাসায় এতগুলো কুকুর থাকতে পারে। বিষয়টা নিয়ে বেশ কৌতূহল জাগে আমার। কেনসিংটন এলাকায় কর্মরত এক বাঙালির কাছে কৌতূহল শরণাপন্ন হই। আচ্ছা ভাই, বলেনতো এখানে এক বাসায় কি এতগুলো কুকুর থাকতে পারে?, ‘এতগুলো মানে?’ ভদ্রলোক উল্টা প্রশ্ন...