পঞ্চগড়ে এখনই ভোরের আকাশে দেখা মিলছে ঘন কুয়াশা। মৌসুমী বায়ুর নিষ্ক্রিয়তার ফলে বয়ে যাচ্ছে উত্তরের হিমেল বাতাস। সকালের এই কুয়াশাচ্ছন্ন হিমেল পরিবেশ জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। দুই-তিন দিন ধরেই এমন পরিবেশ বিরাজ করছে উত্তরে জেলা পঞ্চগড়ে। শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা গেছে। সকাল ৭টা পর্যন্ত এসব এলাকার চারপাশ ঢেকে থাকে কুয়াশার আবরণে। তবে সকালের পর থেকে রোদের কারণে দিনে বেশ গরম অনুভূত হয়। শীতের জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে সাধারণত অক্টোবরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যেই শীতের আমেজ শুরু হয়। আর ডিসেম্বর-জানুয়ারিতে কনকনে শীত অনুভূত হয়। ফেব্রুয়ারির মাঝামাঝিতে কমতে থাকে শীতের প্রকোপ। এবার শীত মৌসুম শুরুর আগেই শরতে মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাতে শীতের আমেজ শুরু হয়েছে। বর্তমানে জেলায়...