যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে ডিম হামলা ও গালাগালির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হতেই সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন তারা। সেই অপমান নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে এনসিপির শীর্ষস্থানীয় এ নেত্রী লিখেছেন, ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া। ডা. তাসনিম জারা লিখেন, ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার...