২ ম্যাচ জিতে যোগ্য দল হিসেবেই বাংলাদেশ চলে এসেছিল এশিয়া কাপের সুপার ফোরে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে লিটন দাসের দল দেখছে ফাইনালে খেলার স্বপ্নও। তবে এই স্বপ্ন দেখার সিড়িটা গড়াতে বড় অবদান ছিল শ্রীলঙ্কার। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে তাদের জয়ই বাংলাদেশের বড় উপকার করেছিল তারা, টিকিট কেটে দিয়েছিল সুপার ফোরের। তবে নিয়তির ফেরে সেই শ্রীলঙ্কাই এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। ফাইনালের সমীকরণ মেলাতে হলে বাংলাদেশের ‘প্রতিদান’টা এখন যে খুব করে দরকার তাদের! গ্রুপ পর্বে বিপুল বিক্রমে গ্রুপসেরা হওয়া শ্রীলঙ্কা মুখ থুবড়ে পড়েছে সুপার ফোরের লড়াইয়ে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল দলটা। এরপর লঙ্কানরা পাকিস্তানের বিপক্ষেও পরাজয় বরণ করেছে। তবে দুই ম্যাচ হারের পরেও তাদের ফাইনালের স্বপ্ন একেবারে শেষ হয়ে যায়নি। সমীকরণ মেলাতে পারলে এশিয়া কাপ টি-টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখনও...