সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ শোকবার্তা জানানো হয়। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুলআজিজ আল শেখের ইন্তেকালের মাধ্যমে মুসলিম উম্মাহ এক জ্ঞানগর্ভ ও পথপ্রদর্শক আলেমকে হারাল। ইসলামের খেদমতে তার আজীবন নিষ্ঠা ও অমূল্য পাণ্ডিত্য স্মরণীয় হয়ে থাকবে। তার অবদান মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। বিশ্বব্যাপী স্বীকৃত এই আলেম দীর্ঘদিন ধরে সৌদি আরবের ফতোয়া বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলেরও প্রধান ছিলেন। তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ...