রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জয়ন্তী মন্ডলের মেয়ে প্রতিভা মন্ডল (৩)। এর আগে রোববার সকালে ঢাকায় মারা যায় জয়ন্তী মন্ডল (৩৩)। জয়ন্তী মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মন্ডলের স্ত্রী ও তার মেয়ে প্রতিভা মন্ডল। অথচ জয়ন্তীর কোলে ছিল আরও এক নিষ্পাপ জীবন—মাত্র তিন মাস বয়সী জান্মবী মন্ডল। এখন মায়ের স্নেহবঞ্চিত এ শিশু আশ্রয় নিয়েছে মামা-মামির কোলে। পরিবার সূত্রে জানা যায়, জয়ন্তী বিশ্বাস ও তার দুই কন্যা সন্তান ঢাকায় স্বামী সমীর মন্ডলের সঙ্গে থাকতেন। গত সপ্তাহে জয়ন্তী ও প্রতিভা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে জয়ন্তী মৃত্যুবরণ করেন, তার একদিন পর সোমবার সন্ধ্যায় মেয়ে প্রতিভাও চলে যায় না ফেরার দেশে।...