মালয়েশিয়ায় এবার মার্কেট, হোটেল ও রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ও কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) যৌথভাবে রাজধানীর লোরং হাজি তাইব এলাকায় এ অভিযান চালায়। গ্রেপ্তারদের মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক। বুধবার (২৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম সিনার হারিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অভিযান চলাকালে কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে বেশিরভাগ বিদেশি ব্যবসায়ীই পালিয়ে যায়, ফলে অনেক স্টল খালি হয়ে পড়ে থাকে। কেবল অল্পসংখ্যক স্থানীয় ব্যবসায়ী ওই স্থানে অবস্থান করছিলেন। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, লোরং হাজি তাইব এলাকায় মার্কেট ও রেস্টুরেন্টে মোট ২৭ জনকে তল্লাশি করা হয়। অভিযানে একজন নারীসহ মোট ১২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।...