হংকংয়ের উপকূলে আছড়ে পড়লো সুপার টাইফুন রাগাসা। তাইওয়ানে প্রবল বৃষ্টিতে ১৪ জনের মৃত্যু। চীনে সতর্কতা জারি। রাগাসাকে বলা হচ্ছে এই বছর বিশ্বেসবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর প্রভাবে হংকং ও তাইওয়ানে ভয়ংকর ঝড় ও প্রবল বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই পূর্ব তাইওয়ানের হুয়ালিন শহরে বিপর্যয় হয়েছে। সেখানে একটি লেকের জল দুইবার বাঁধ অতিক্রম করে শহরের মধ্যে ঢুকেছে। শহরের কর্মকর্তারা জানিয়েছেন ছয় কোটি গ্যালন জল শহরে ঢুকে পড়েছে। এর ফলে বাড়ির একতলা পর্যন্ত ডুবে গেছে, প্রচুর সেতু ভেঙেছে। বাসিন্দারা বাড়ির উপরের তলায় আটকা পড়েছেন। প্রচুর গাড়ি ডুবে গেছে। ১৪ জন মারা গেছেন, ১৮ জন আহত, ১২৪ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। দামা-র প্রধান বলেছেন, তাদের গ্রামে এক হাজার মানুষ বসবাস করেন। পুরো এলাকা জলের তলায়। কাদা মাটি ও পাথরে ভরে গেছে। ভয়ংকর অবস্থা। একদিন আগে...